দেশ

ট্যুর অপারেটর সেবায় ভ্যাট প্রত্যাহারের দাবি টোয়াবের

toabট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের বিধিমালার বিভিন্ন অসংগতি দূরীকরণ ও মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে পর্যটন শিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

তিনি বলেন, ট্যুর অপারেটররা বিভিন্ন খাত থেকে পর্যটন উপাদান সংগ্রহ করে পর্যটকদের সুবিধা ও আরামদায়ক ভ্রমণ সৃষ্টির কল্পে যে প্যাকেজ তৈরি করেন তার মধ্যেই মূসক অন্তর্ভুক্ত থাকে। হোটেল রুম ভাড়া করার সময়, ট্রান্সপোর্টের টিকিট ক্রয় করার সময়, রেস্টুরেন্টে খাবারের বিল প্রদান করার সময়, বিভিন্ন পর্যটন আকর্ষণীয় স্থাপনা ও অ্যামিউজমেন্ট পার্কে টিকিট ক্রয় করার মূসক দিয় থাকে।

‘এমনকি অন্যান্য পর্যটন সেবার ক্ষেত্রেও তা প্রযোেজ্য। উল্লেখিত সব পর্যটন উপাদান একত্রিত করে ট্যুর অপারেটররা পর্যটকদের সেবা প্রদান করে থাকে। এখন যদি পর্যটন উপাদান সম্মিলিত প্যাকেজে আবার নতুন করে মূসক দাবি করা হয় কিংবা ট্যুর অপারেটর সেবার ওপর ১৫ শতাংশ মূসক ধার্য হলে প্যাকেজ মূল্য তথা ট্রাভেল কস্টিং বহুলাংশে বৃদ্ধি পাবে। এতে করে শিল্প বিশেষ করে অর্ন্তগামী ও অভ্যন্তরীণ পর্যটন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ বলেন তিনি।

তিনি আরও বলেন, এখন যদি পর্যটন উপাদান সম্মিলিত প্যাকেজে আবার নতুন করে মূসক দাবি করা হয় কিংবা ট্যুর অপারেটর সেবার ওপর ১৫ শতাংশ মূসক ধার্য হলে প্যাকেজ মূল্য তথা ট্রাভেল কস্ট বহুলাংশে বৃদ্ধি পাবে। এতে করে গােটা পর্যটন শিল্প বিশেষ করে অর্ন্তগামী ও অভ্যন্তরীণ পর্যটন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু পর্যটন শিল্প একটি ব্যাপক ও অনেক সেক্টরেরর সঙ্গে সম্পৃক্ত। বিদ্যমান মূসক সুবিধা প্রত্যাহার হলে অগ্রসরমান বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button