মালয়েশিয়ায় বাংলাদেশের ৬ তরুণের স্বর্ণপদক বিজয়
মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠানে বাংলাদেশের ৬ তরুণ স্বর্ণপদক জিতেছেন। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং মাহসা বিশ্ববিদ্যালয়ের এটি একটি যৌথ কর্মসূচী। বিশ্বের ১৫ টি দেশের প্রায় ৩০০ টি দল এই ইভেন্টে অংশ নেয়। ২৪ সেপ্টেম্বর ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের ৬ তরুণের দল “ক্যালিব্রেটর জেড” আইটি এবং রবোটিক্স বিভাগে বিশেষ পুরষ্কার এবং স্বর্ণপদক জয়লাভ করে। ক্যালিব্রেটর জেড দলের পদক প্রাপ্তরা হলো –
ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান। নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মোঃ মারুফ মিয়া। মোহাম্মদপুর সরকারী কলেজ থেকে জারিফ আহমেদ। দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে আতিক শাহরিয়ার। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিয়াম হাসান এবং মাহমুদুল হাসান কলেজ থেকে সামির আহমেদ।
ভালো সংবাদ পরিবারের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন।