জেলার খবর
রংপুর পীরগঞ্জে শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
অনিয়মের অভিযোগে রংপুর পীরগঞ্জের শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আঃ ওয়াহেদ ও সহকারী সুপার শাহিন মিয়া এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর মিয়ার বিপক্ষে মানববন্ধন করেছেন মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রামবাসী।
সোমবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অবিভাবকরা জানান, এই মাদ্রাসায় লেখাপড়ার ভালো পরিবেশ নেই।
মাদ্রাসার সুপার আঃ ওয়াহেদ বলেন, আমার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে। মানবন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।