চাহিদা বাড়লেও সরবরাহ কমে যাওয়ায় বরিশাল ও কক্সবাজারের স্থানীয় বাজারে বেড়েছে ইলিশের দাম। বরিশালে একদিনের ব্যবধানে মণপ্রতি ইলিশের দাম বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা। ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে ইলিশের দাম কেজিতে ১০০ টাকা বেড়েছে। আগামী এক সপ্তাহে তা আরও অন্তত ১০০-২০০ টাকা বাড়বে। তাদের দাবি, ইলিশের সরবরাহ কম হলেও দেশের বাজারে ও রপ্তানি চাহিদা পূরণের কারণেই দাম বেড়েছে। বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, শনিবার ৮০০-৯০০ গ্রাম ওজনের যে ইলিশের মণ ছিল ৬০ হাজার টাকা, রোববার তা ৬৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজির বেশি ওজনের মাছের মণ আগের দিনের ৬৮ হাজার টাকা থেকে বেড়ে ৭৩ হাজার টাকা হয়েছে।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে, ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে পাইকারিতে দাম বেড়েছে। এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি দেড় হাজার টাকায় এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ টাকায়। এখানকার পাইকারি বিক্রেতা আব্দুল খালেক বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শনিবার থেকে মাত্র কয়েকটি ট্রলার এসেছে।
প্রতিটি ট্রলার ১০০ থেকে এক হাজার পিস ইলিশ নিয়ে আসছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম বলে জানান তিনি। কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতি সরবরাহ কম হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। সমিতির সচিব দেলোয়ার হোসেন বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি এবং রপ্তানির চাপ দুটোই দাম বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করেন।