স্বাস্থ্য

পাওয়ার অফ শি’র আয়োজনে স্তন ক্যান্সার সচেতনা অনুষ্ঠান

পাওয়ার অফ শিপাওয়ার অফ শি’র আয়োজনে স্তন ক্যান্সার সচেতনতা ও নারী উদ্যোক্তা পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ সেপ্টম্বর বিকালে রাজধানী ঢাকার মিরপুর ১১ তে অবস্থিত ঋষি গ্যালারিতে অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে নারীদের ব্রেস্ট স্ক্রিনিং প্রশিক্ষণ এবং এ বিষয়ে কারও কোনো সমস্যা থাকলে সেটাও পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়। এছাড়া নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নানা পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. হাসান শাহরিয়ার কল্লোল, সরকারি কর্মচারী হাসপাতালের রেডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. মারিয়াম সুলতানা এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিকাল অনকোলজি ডা. উম্মে হুমায়রা কানেতা। কনসালটেন্ট ডা. হাসান শাহরিয়ার কল্লোল বলেন,সারা বিশ্বে যে পরিমাণ রোগী ব্রেস্ট বা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়,এদের অধিকাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশের। এর অন্যতম কারণ এই দেশগুলোতে সচেতনতা ও এই রোগ সম্পর্কে ধারনার অভাব। এছাড়া এই রোগের সেবা পাওয়ার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হওয়াও এর অন্যতম কারণ।

পাওয়ার অব শি’র প্রজেক্ট চিফ ও আলোচনা সভার সভাপতি সাবিনা স্যাবি বলেন, ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে আমাদের সমাজে যে ট্যাবু রয়েছে, তা দূর করতে হবে। সে সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতনতাও বৃদ্ধি করতে হবে। আর এই ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ার ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমাদের আজকের এই আয়োজন। পাওয়ার অব শি সম্পর্কে তিনি বলেন, আমরা মূলত মানুষের জন্য কিছু করতে চেয়েছি সবসময়।সাম্প্রতিক সময়ে সবার প্রচেষ্টায় বন্যার্তদের পাশে ছিলাম। খুব ক্ষুদ্র পরিসরে হলেও আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলাম। এ জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button