জেলার খবর

কুড়িগ্রামে স্বেচ্ছাশ্রমে নদীভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর

কুড়িগ্রামেকুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভাঙন রোধে সরকারি কোনো উদ্যোগ না থাকায় স্বেচ্ছাশ্রমে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন গ্রামবাসী  তাদের অভিযোগ, বারবার সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো সারা পাননি তারা। এ অবস্থায় নিজেদের চাঁদার টাকায় প্লাস্টিকের বস্তুা কিনে বালু ভরিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা করছেন ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমারের শাখা কালজানি নদীপাড়ের বাসিন্দারা সরেজমিনে দেখা গেছে, কেউ প্লাস্টিকের বস্তুায় ভরছেন বালু, কেউ ফেলছেন নদীর পাড়ে। এভাবে ঘর বাড়ি ও ফসলি জমি রক্ষার চেষ্টা করছেন ভাঙন কবলিত এলাকার বিভিন্ন বয়সের মানুষ।

স্থানীয়রা জানান, গত ৪ মাস ধরে দুধকুমার নদের অব্যাহত ভাঙন চলছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। এরই মধ্যে বিলীন হয়েছে তিন শতাধিক ঘর-বাড়িসহ একরের পর একর ফসলি জমি। এ অবস্থায় ভাঙন কবলিতরা জনপ্রতিনিধিসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। পরে কোনো উপায়ন্তর না পেয়ে নিজেদের অর্থ দিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধ করে সম্পদ রক্ষার চেষ্টা করছেন তারা স্থানীয়দের দাবি, তাদের এ চেষ্টার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সামান্য সহযোগিতা পেলে বন্ধ হবে ভাঙন। আর এতেই রক্ষা পাবে ফসিল জমিসহ ঘর-বাড়ি।উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকার মোমেন মিয়া বলেন, আমাদের এলাকার ভাঙন রোধে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষে আমরা নিজেরাই কাজ করছি। গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে প্লাস্টিকের বস্তুা কিনে বালু ভরে নদীতে ফেলছি। তারপরও ভাঙন রোধ করা যাচ্ছে না। একই এলাকার আরেক বাসিন্দা মনছের বলেন, নিজেদের ঘর-বাড়িসহ ফসলী জমি রক্ষার জন্য আমরা নিজেরাই চেষ্টা করছি।তবে পানি উন্নয়ন বোর্ড কিছু বস্তা দিলে ভালো হত।

এমন আরো সংবাদ

Back to top button