হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে বাংলাদেশ-ভারত টেস্ট
আগামী সপ্তাহ থেকে শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে চেন্নাইয়ে, ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর, ম্যাচ শুরু ২৭ সেপ্টেম্বর। এর আগে সিরিজটি ঘিরে হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতীয় একটি ধর্মীয় সংগঠন।
সংগঠনটি দাবি করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলা করা হয়েছে। হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ-ভারতের সিরিজ নিয়ে হুমকি দিচ্ছে তারা। সিরিজটি বাতিল চায় তারা। চেন্নাই টেস্ট নিয়ে মাথাব্যথা না থাকলেও কানপুরে অনুষ্ঠেয় টেস্ট ও গোয়ালিয়রের টি-টোয়েন্টি ম্যাচগুলো বাতিলের জোর দাবি জানায় তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে বাংলাদেশ-ভারত টেস্ট এবং সেটি যথাসময়ে। ভেন্যু পরিবর্তনের কোনো চিন্তা আপাতত নেই বিসিসিআইয়ের।
বিসিসিআই কর্তৃপক্ষ বলেছে, আমরা খুব দৃঢ়ভাবে বিষয়টি মনিটর করছি। আমরা প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করছি। ম্যাচে যাতে অনাকাঙ্খিত কিছু না ঘটে, সেজন্য ভেন্যুর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ম্যাচটি অন্য কোথাও সরছে না। সূচি অনুযায়ী সময়মতোই কানপুরে খেলা হবে। দুই দলকে বরণ করে নিতে স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত। শুধু কানপুর নয়, আমরা অন্য ভেন্যুগুলোতেও কড়া নজরদারি জারি রাখছি। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।