বাজেট সহায়তার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ৪০ কোটি ডলার পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া জাইকা ও অস্ট্রেলিয়ার কাছ থেকেও সহায়তার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এডিবি, জাইকা ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা সবার কাছেই অর্থ চেয়েছি। তারা এ ব্যাপারে ইতিবাচক। এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যেই এডিবি ৪০ কোটি ডলার দেবে। জাইকাও দেবে— তবে কত সেটি এখনো চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়াও সহায়তা দেয়ার বিষয়ে ইতিবাচক। পাশাপাশি আমরা আইএমএফের কাছেও বাড়তি অর্থ চেয়েছি।