জেলার খবররাজনীতি

ভোটের অধিকার না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে—তারেক রহমান

ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত এ জনসভার তারেক রহমান বলেন, জনগণের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। তাই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি।

এমন আরো সংবাদ

Back to top button