দেশহাইলাইটস

ভারতের সঙ্গে যুদ্ধের কোনো সম্ভাবনা দেখি না— পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি
ফাইল ছবি

ইউরোপ এবং বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে সম্প্রতি ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশের জন্য এ ঘটনা উদ্বেগের কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে, উনি (ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং) কেন এ কথা বললেন? আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ-বিগ্রহ হওয়ার কোনো সম্ভবনা আছে।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, উনি (ভারতের প্রতিরক্ষামন্ত্রী) এটা তার দেশের কনটেক্সটে বলেছেন কিনা সেটাও আমাদের বুঝতে হবে। ইউক্রেন যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধের প্রস্তুতির কোনো কারণ দেখি না। আর ইউক্রেন ও হামাসের সঙ্গে বাংলাদেশ কী করে তুলনীয়, সেটাও আমার বোধগম্যতার বাইরে। আমরা অবশ্যই এটা দেখব যে, কেন উনি এ কথা বলেছেন।

এমন আরো সংবাদ

Back to top button