রাজনীতিহাইলাইটস

পল্টন – মতিঝিলে শহীদদের পরিবারকে  অনুদান দিয়েছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর ড. নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বৈষম্য বিরোধী  ছাত্র বিপ্লবের অর্জনকে ধ্বংস করতে দেশে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী। তাদের প্রতিরোধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধতা  থাকার আহ্বান জানিয়েছেন তিনি ।  কোনো অপশক্তি গণঅভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করতে চাইলে তাদের প্রতিহত করার কথাও বলেন তিনি। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের স্বাধীনতা ক্ষুন্ন করে গণহত্যা, গুম, ব্যাংক ডাকাতি  এবং সিন্ডিকেট বাণিজ্য চালিয়ে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়িয়েছে । একারনেই ছাত্র-জনতা নজিরবিহীন আন্দোলনে তাজা রক্ত দিয়ে  স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ পল্টন ও মতিঝিল এলাকায় শহীদদের পরিবার সদস্যদের নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সমাবেশ এসব বলেন জামায়াত নেতারা।

এমন আরো সংবাদ

Back to top button