স্বাস্থ্যহাইলাইটস

অবিলম্বে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি

অবিলম্বে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ডাক্তারদের ওপর হাত তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, রোগী ভর্তি নিয়ে পরপর তিনটি ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনটি ঘটনাই দুঃখজনক। কথায় কথায় ডাক্তারদের ওপর হাত তোলা এটা কখনই গ্রহণযোগ্য নয়। যারা ডাক্তারদের সাথে এমন আচরণ করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, যারা শাটডাউন দিয়েছে আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি তারা যেন রোগীদের কথা চিন্তা করে শাটডাউন তুলে নেন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা শাটডাউন দিয়েছে তাদের সাথে কথা হয়েছে। এখন আমি ঢাকা মেডিকেল কলেজে যাব। তারা নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। স্বাস্থ্য সচিব বলেন, এই ঘটনা তদন্ত করার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন শিগগিরই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button