দেশহাইলাইটস

বন্যা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে : দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যা নিয়ে আলোচনা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগে থেকে আমাদের কাছে এ বন্যার পূর্বাভাস ছিল না। উজান থেকে হঠাৎ করেই ঢল নামে। তবে, ভারত পানি ছেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের হাইকমিশনার আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। সেখানে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কাজ করতে হবে বন্যা নিয়ন্ত্রণে, এমন সিদ্ধান্ত হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button