দেশহাইলাইটস

‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে অংশ নিলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে

ভারতে আয়োজিত তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এই সম্মেলনে যোগ দেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান।

রাষ্ট্র বা সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্র বা সরকারপ্রধানদের নিয়ে উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল সম্মেলনের প্রতিপাদ্য হলো—‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার’, অর্থাৎ ‘টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ’।

ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি ১ম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর ২য় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল। শীর্ষ সম্মেলনের আগের দুটি সংস্করণেই গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে।

এমন আরো সংবাদ

Back to top button