দেশহাইলাইটস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে আহ্বান

নারী ও শিশু নির্যাতন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

Najat Maalla M’jidনিউইয়র্ক (১৬ আগস্ট, ২০২৪) – নারী ও শিশুবিরোধী নির্যাতনবিরোধী বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নাজাত মালা ম’জিদ শুক্রবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন  সরকারকে আহ্বান জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণ করে শিশুদের সকল ধরনের নির্যাতন, শোষণ এবং যথেচ্ছ আটক থেকে রক্ষা করার জন্য বিদ্যমান আইন ও পদ্ধতিতে সহিংসতা রোধে ব্যবস্থা গ্রহণের।

“বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদের সামনে ছিলেন তরুণ ও শিশুরা। তারা অনেক অর্জন করেছে, কিন্তু বড় মূল্যও দিয়েছে,” বলেন মালা ম’জিদ। ইউনিসেফের সর্বশেষ যাচাইকৃত তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ৬৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। তিনি বলেন, “আমি জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের সুর তুলে ধরেছি, সকল ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছি। বিশেষ করে, আমি সহিংসতা, যথেচ্ছ গ্রেপ্তার এবং আটকের শিকার শিশু ও তরুণদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিতে চাই,”

মালা ম’জিদ বলেন, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সাময়িক কর্তৃপক্ষকে প্রতিষ্ঠান ও সামাজিক কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার জন্য উৎসাহিত করেছেন যাতে সেগুলো সকল শিশুর জন্য সহজলভ্য হয়। মালা ম’জিদ শিশুবান্ধব বিচার ব্যবস্থার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, যার মধ্যে কিশোরদের জন্য স্বাধীন আদালত অন্তর্ভুক্ত রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক প্রতিবাদে বেশি সংখ্যক শিশু ও তরুণকে আটকের বিষয়টি বিবেচনা করে।

মালা ম’জিদ বলেন, “আমি শিশুদের মুক্তি শুরু হওয়ার বিষয়টি স্বাগত জানাই এবং সকল শিশুর দ্রুত মুক্তির আহ্বান জানাই,” তিনি বলেন। “তাদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে সাইবার অপরাধ এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে, এবং আর কোনো ধরনের অভিযোগের কোনো নিশ্চয়তা নেই।”

মালা ম’জিদ আরও বলেন, এই শিশু এবং তাদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করা অত্যন্ত জরূরি, যার মধ্যে আইনগত সহায়তা, মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনঃসংহতকরণ সেবা অন্তর্ভুক্ত রয়েছে তাদের সুস্থতা এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কর্তৃপক্ষকে তরুণ ও শিশুদের অভিব্যক্তি স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন। “তরুণ ও শিশুরা সংগ্রামের সামনে ছিল এবং পরিবর্তনের সামনে থাকতে হবে। আমি সাময়িক সরকারে তাদের পরামর্শদাতা ভূমিকা নিশ্চিত করার জন্য গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বীকার করছি। তরুণ ও শিশুদের সক্রিয় ও অর্থপূর্ণভাবে জড়িত থাকা অত্যন্ত জরুরি।”

এমন আরো সংবাদ

Back to top button