দেশহাইলাইটস

অবশেষে পদ ছাড়লেন ওয়াসার এমডি তাকসিম

তাকসিম এ খান। ফাইল ছবি
তাকসিম এ খান। ফাইল ছবি

ঢাকা ওয়াসার বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অবশেষে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে অজ্ঞাত জায়গা থেকে ইমেইলে স্থানীয় সরকার বিভাগে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তীব্র গণ-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তাকসিম এ খানেরও হদিস পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন এমডির পদ আঁকড়ে রেখে এবং দফায় দফায় নিজের বেতন বাড়িয়ে নেওয়ার কারণে তাকে নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button