ঢাকা ওয়াসার বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অবশেষে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে অজ্ঞাত জায়গা থেকে ইমেইলে স্থানীয় সরকার বিভাগে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তীব্র গণ-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তাকসিম এ খানেরও হদিস পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন এমডির পদ আঁকড়ে রেখে এবং দফায় দফায় নিজের বেতন বাড়িয়ে নেওয়ার কারণে তাকে নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে।