দেশহাইলাইটস

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, বলল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। ছবি : স্টেট ডিপার্টমেন্ট
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। ছবি : স্টেট ডিপার্টমেন্ট

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ হাস্যকর বলে জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত, এ ধরনের ধারণা একেবারেই মিথ্যা। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। এ বিষয়ে আপনার কি কোন মন্তব্য আছে?

এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত, এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর ভুল তথ্য দেখেছি। আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতাকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে।’

এমন আরো সংবাদ

Back to top button