দেশহাইলাইটস

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম

বঙ্গভবনে মঙ্গলবার শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম।
বঙ্গভবনে মঙ্গলবার শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম আজ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৫ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

যুক্তরাষ্ট্রে অবস্থান করায় গত বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ফারুক-ই-আজম। এ ছাড়া বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তারা গত রোববার (১১ আগস্ট) দুপুরে শপথ গ্রহণ করেন।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হয় দেশের বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৪ সদস্যকে বৃহস্পতিবার বঙ্গভবনে রাত ৯টা ২০ মিনিটে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button