দেশহাইলাইটস

ডিএমপির পাঁচ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে পদায়ন

ডিএমপির লোগো
ডিএমপির লোগো

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গত রোববার (১১ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে সদর দপ্তর ও ডিএমপির প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে উপপুলিশ কমিশনার (অতিরিক্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খানকে মিরপুর বিভাগের (ট্রাফিক) উপপুলিশ কমিশনার (অতিরিক্ত) এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে গুলশান বিভাগের (গোয়েন্দা) উপপুলিশ কমিশনার (অতিরিক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।

এমন আরো সংবাদ

Back to top button