কৃষিহাইলাইটস

স্বস্তি ফিরছে সবজি বাজারে

sobসিন্ডিকেট ও চাঁদাবাজির অতিরিক্ত খরচ গুনতে না হওয়ায় স্বস্তি ফিরে এসেছে সবজির বাজারে। নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, আরো কমবে সবজির দর।

আজ বাজারে প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৫২-৫৫ টাকায়। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় রসুন ২১০ টাকা, ভারতীয় আদা ২৮০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। সবজির বাজার ঘুরে আরো দেখা যায়, প্রতি কেজি কাঁকরোল ৩০ টাকা, পেঁপে ৩০, পটল ৪০ টাকা, শশা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, করলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে এখন কোনো সিন্ডিকেট নেই। নেই চাঁদাবাজিও। তাই সবজির দাম অনেক কম। এরমধ্যেই আমাদের লাভ হচ্ছে। ক্রেতারাও খুশি। এ ধারা চলতে থাকলে নিত্যপণ্যের দাম আরো অনেক কমে যাবে। এখনো নাগালের বাইরে রয়েছে অনেক সবজি। এরমধ্যে গোল বেগুন ১০০ টাকা, বিট ১০০ টাকা, টমেটো ১৫০ টাকা, গাজর ১৬০ টাকা, ক্যাপসিকাম সবুজ ২২০ টাকা, ক্যাপসিকাম লাল ও হলুদ ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি কাচকলা ১৫ টাকা এবং লেবু ৩০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে।

এমন আরো সংবাদ

Back to top button