সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে আজ সোমবার (১২ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা।
জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ভোর থেকে উচ্চ আদালতের বিচারপতিদের বহনকারী গাড়ি একের পর এক আসতে থাকে জাতীয় স্মৃতিসৌধে।
হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের অনেকেই চলে আসেন ভোর সাড়ে ছয়টায়। সকাল ৭টার দিকে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন প্রধান বিচারপতি। এ সময় শহীদদের স্মরণে কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন প্রধান বিচারপতি।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭টার দিকে শহীদ মিনারের উদ্দেশে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের গাড়িবহর। সকাল ৮টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এ সময় সেখানেও কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
একইসঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন করেন প্রধান বিচারপতি। গত শনিবার ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিনের রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল রোববার রেফাত আহমেদকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।