বগুড়া মালতিনগর ১১ নং ওয়ার্ড বারোয়ারি দূর্গা মন্দিরে জরুরী সুধী সমাবেশ
মালতীনগর বারোয়ারি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস জরুরী সভার তার বক্তব্য বলেন, সারাদেশে এই উদ্ধত পরিস্থিতির কারণে আইন-শৃংঙ্খলা পরিস্থিতির একেবারে ভেঙ্গে পরেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের কোথায়ও আইনের শাসন নেই। দেশের সব জায়গাতেই আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে একটি বিশেষ চক্র সারাদেশে লুটতরাজ, ভাংচুর, চুরি-ডাকাতি, জ্বালাও-পোড়াও, খুন-খারাপীসহ নানারকম অপকর্ম সংগঠিত করে আসছে। এদের হাত থেকে কোন সম্প্রদায়ের মানুষ রেহায় পায়নি।
সারাদেশের প্রত্যেকটা এলাকায় কোননা কোন সহিংস ঘটনা ঘটলেও আমাদের মালতীনগর১১ নং ওয়ার্ড এলাকায় কোন সহিংসতা ঘটনা ঘটেনি বা ঘটতে দেওয়া হয়নি। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের অভিভাবক কাউন্সিলর সিপাল আল-বখতিয়ার এর জন্য। এই উদ্ধত পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি তার ওয়ার্ড কার্যালয়ে উপস্থিত থেকে এলাকার নিরাপত্তার জন্য সারারাত জেগে কর্মী সমর্থক দ্বারা এলাকার সকল মন্দির-মসজিদ, সরকারী ও বেসরকারী, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন।
মালতিনগর বারোয়ারি মন্দিরের পক্ষ থেকে সিপার আল-বখতিয়ার আপনাকে কৃতজ্ঞা জানানো ভাষা আমাদের জানা নেই। ওয়ার্ডের সকলের নিরাপত্তার স্বার্থে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।