বগুড়া ট্রাফিকের দ্বায়িত্বে এখন বিভিন্ন সংগঠন
বাংলাদেশের ঢাকা সহ সারা দেশের মত বগুড়ায় অরক্ষিত হয়ে পরেছে। কোথায় কোন পুলিশ সদস্য খুজে পাওয়া যাচ্ছেনা। প্রত্যেকটি থানা চত্বর ফাঁকা পরে আছে। পাশাপাশি বগুড়া শহরে নেই কোন ট্রাফিক পুলিশ।
উত্তবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া শহরে প্রতিদিন ব্যবসা বানিজ্য, চিকিৎসা সহ বিভিন্ন কাজে আসে বগুড়ার ১২টি উপজেলা সহ আশেপাশের জেলা থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা হওয়ায় সবস্তরে মানুষের পথচারণ থাকে এখানে।
বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা দ্বায়িত্বে নিয়েজিত আছে সেনাবাহিনী যাতে কোন অপ্রতিকর ঘটনা আর না ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য, নিরাপদ সড়ক চাই, বগুড়া ডিফেন্স এন্ড সোলজারস্ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর অবসরপ্রাপ্ত সেনা, বিমান ও নৌ বাহিনী সদস্য, রেড ক্রিসেন্ট ও স্কাউট এর সদস্যরা আজ সকাল থেকে শহরের সাতামাথা, স্টেশন রোড, নবাবাবাড়ী সড়ক, শেরপুর রোড, বড়গোলা মোড়, দত্তবাড়ী মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টিসাটর্, মুখে বাশি ও হাতে লাঠি নিয়ে যানযট নিরসনে কাজ করে যাচ্ছে।
নিরাপদ সড়ক চাই এর বগুড়া জেলা সাধারণ সম্পাদক সোহাগ জানান, যতদিন পর্যন্ত আইন শৃংখলা বাহিনী ও ট্রাফিক পুলিশ কাজ না করতে ততদিন আমরা বগুড়াবাসী যানযট ভোগান্তিতে না পরে সে জন্য রাস্তায় ট্রাফিকের দ্বায়িত্ব পালন করে যাবো।