নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। নাহিদ বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবের জন্য ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। জরুরি পরিস্থিতি মোতাবেক তার একটি রুপরেখা ঘোষণা করছি৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে৷
এ সমন্বয়ক বলেন, ড. মুহামদ ইউনূসের সাথে আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে এ গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আমরা সকালের মধ্যে এ সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এ অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করবো।
তিনি বলেন, আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে, নাশকতা এবং লুটপাট করছে। আমাদের ছাত্র-নাগরিকদের অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে৷ আমরা মুক্তিকামী ছাত্র-জনতাকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মুক্তিকামী জনতাও রাজপথে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে রাজপথে থেকে তাদের অভ্যুত্থানকে রক্ষা করতে হবে।