দেশহাইলাইটস

পার্লামেন্ট ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে পার্লামেন্ট ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক যেকোনো পরিবর্তনই আইন অনুযায়ী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝড়েছে এবং আগামী দিনে আমরা শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মিলার বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং একইসঙ্গে বাংলাদেশের আইন অনুসারে যেকোনও পরিবর্তনের আহ্বান জানাই।এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আশা-আকাঙ্খার প্রতিফলন এবং দেশটিতে গণতান্ত্রিক সরকার গঠনের উদ্যোগ দেখতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের সরকারের ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নেবে। এসময় গত সপ্তাহগুলোতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

এমন আরো সংবাদ

Back to top button