দেশহাইলাইটস

আস্থা রাখুন প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে : সেনাবাহিনী প্রধান

744দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালিত হবে আপনারা প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করবো। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার আমরা করবো। সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। সকল দাবি আমরা পূরণ করবো ও দেশের সকল শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবো।

সেনাবাহিনী প্রধান আরও বলেন, আপনারা যদি কথা মত ও একসাথে চলেন তাহলে আমরা সুন্দর পরিস্থিতির দিকে যেতে পারবো। মারামারি করে আমরা কোন কিছু পাব না।

দেশবাসীকে শান্ত থাকা ও সহযোগিতা করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করবো। সব ধরনের সংঘাত পরিহার করে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সেনাপ্রধান বলেন, মানুষ মারা যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। আমরা এটা আর চাই না। আমরা সকলে মিলেই সুন্দর দেশ প্রতিষ্ঠা করবো। আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন।

এমন আরো সংবাদ

Back to top button