দেশহাইলাইটস

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেছেন, এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হুকুমের দায়দায়িত্বসহ মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্পষ্ট করে দিতে হবে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না।

রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে।  সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরো মানুষ মারা গেছেন। এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।

আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমার আশঙ্কা, এতে আরো মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে। আমি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষের জীবন রক্ষা এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন করছি।

এমন আরো সংবাদ

Back to top button