বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। এই অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।