অর্থনীতিহাইলাইটস

ব্যাংকে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা

ফাইল ছবি
ফাইল ছবি

রোববার (২৮ জুলাই) থেকে তিনদিন দেশের ব্যাংকগুলোয় পাঁচ ঘণ্টা করে লেনদেন চলবে। সকাল ১০টায় শুরু হয়ে লেনদেন চলবে বেলা ৩টা পর্যন্ত। তবে দাফতরিক কাজ শেষ করতে ব্যাংকগুলো বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন।

মো. মেজবাউল হক বলেন, ‘আগামী তিনদিন (২৮ থেকে ৩০ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। লেনদেন পরবর্তী কার্যক্রম শেষ করতে ব্যাংকগুলো সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।’

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা অফিস চলবে। আদালত ও ব্যাংক নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা ও কারফিউ জারির প্রেক্ষাপটে গত ১৯ জুলাই থেকে টানা পাঁচদিন দেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। ২৪ ও ২৫ জুলাই ব্যাংক খোলা হলেও কার্যক্রমের পরিধি ছিল সীমিত। ওই দুই দিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।

এমন আরো সংবাদ

Back to top button