দেশহাইলাইটস

কাল থেকে চার ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা নির্ধারণ করা হয়েছে। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহ  বলেন, সরকারের পক্ষ থেকে অফিসের সময়সূচি বাড়ানোর কারণে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে ৪ ঘণ্টা লেনদেন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button