দেশহাইলাইটস

আহ্বান জানানোর পরও কেউ ধৈর্য ধরল না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন এবং গণমাধ্যমে কথা বলেন। ছবি : বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন এবং গণমাধ্যমে কথা বলেন। ছবি : বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আদালতের আদেশের জন্য ধৈর্য ধরার আহ্বান জানানোর পরও কেউ ধৈর্য ধরল না, ধ্বংসাত্মক কাজ চলল, মেট্রোরেলের ওপর এত আক্রমণ কেন?’ প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় প্রাণহানির ঘটনা এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ধ্বংসযজ্ঞের এ চিত্র ভয়াবহ। এটা মানা যায় না।’

দেশবাসীর কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব স্থাপনা মানুষের জীবনকে সহজ করে, সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা? ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল সবাইকে স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, তা মানতে পারছি না। এটা মানা যায় না।’

এমন আরো সংবাদ

Back to top button