আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে যেকোনো সহিংসতার নিন্দা জানাই— ম্যাথিউ মিলার
শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংসতার ঘটনার নিন্দা জানাই আমরা। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার (১৭ জুলাই) ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অভিযান ও ছাত্রসংগঠনের ভূমিকা নিয়ে তাদের অবস্থান সম্পর্কে।
জবাবে ম্যাথু মিলার বলেন, আমি এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছি না। তবে আমি বলব, ঢাকায় শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় সংঘটিত সহিংসতার ওপর আমরা নজর রাখছি। পাশাপাশি বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংসতার ঘটনার নিন্দা জানাই আমরা।
সাংবাদিকরা মিলারকে বলেন, পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে, রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র আবু সাঈদ। কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি আইনশৃঙ্খলারক্ষী বাহিনী। এমনকি তিনি যখন তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা করছিলেন তিনি তখন সাঈদ বুঝতেও পারেননি তাকে গুলি করা হয়েছে। দেশটিতে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি ব্লিঙ্কেন) বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব। এ জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র। কিন্তু যখন জনগণের অধিকার কেড়ে নেয়া হলো, তখন আকস্মিকভাবে আপনারা নীরব হয়ে গেলেন। এটা কেন?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, সবার আগে আমি বলব, এ অভিযোগ সঠিক নয়। এ সপ্তাহে আমাকে অনেকবার আপনি বলতে শুনেছেন, সোমবারও বলেছি, আমার মনে হয় মঙ্গলবারও বলেছি, আজ (বুধবারও) বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানাই আমরা। আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই প্রতিবাদ বিক্ষোভ মনিটরিং করছেন। তাদের মাধ্যমে আমরা খুব নিবিড়ভাবে এই বিষয় পর্যবেক্ষণ করছি।