এন্টারটেইনমেন্ট

৬ সেপ্টেম্বর আসছে শাকিব খানের ‘দরদ’

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।

Dorod (দরদ) | Official Teaser | Shakib Khan | Sonal Chauhan | Anonno Mamun | Eskay Movies
শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী ৬ সেপ্টেম্বর। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন। সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে।ৎ আজ সোমবার প্রকাশিত হবে নতুন একটি টিজার। সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আজ থেকে “দরদ” সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।’

এমন আরো সংবাদ

Back to top button