
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেশনে যোগ দিতে উইসকন্সিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে হামলার শিকার হন ট্রাম্প। হামলায় আহত হওয়ার পর প্রথম কোনো সম্মেলন অংশ নেন তিনি। তবে এ সম্মেলনের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিল। হামলায় আহত হওয়ার পরেও ট্রাম্প এ সম্মেলন পেছাতে চাননি। বিবিসি ও রয়টার্স। ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, তিনি এ সম্মেলন দুদিন পিছিয়ে দেয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার সিদ্ধান্ত নেন যে একজন হামলাকারী বা আততায়ীর জন্য পূর্ব নির্ধারিত পরিকল্পনা তিনি পরিবর্তন করবেন না।
ট্রাম্প বলেন, ‘সবার শুভকামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। কারণ, একমাত্র ঈশ্বরই এইঅকল্পনীয় ঘটনাটি ঘটতে বাধা দিয়েছেন। আমরা ভয় পাবো না, বরং আমাদের বিশ্বাসে দৃঢ় থাকব। আমাদের ভালোবাসা অন্য ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি। আমরা আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করি।’ তিনি আরো বলেছেন, আমি সত্যিই আমাদের দেশকে ভালোবাসি এবং তোমাদের সবাইকে ভালোবাসি। আমি উইসকনসিন থেকে আমাদের মহান জাতির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় আছি।
শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে নির্বাচনী সমাবেশের মঞ্চে বক্তব্য দেয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তার ডান কান ছুঁয়ে যায়; তিনি সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন। ট্রাম্প প্রাণে বেঁচে গেলেও নিহত হন সমাবেশে আসা এক রিপাবলিকান সমর্থক। পরে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস।