খেলাধুলা

লাউতারো, রদ্রিগেজ আর এমিলিয়ানোর হাতে উঠল কোপার সেরা তিন পুরস্কার

সোমবার বাংলাদেশ সময় সকালে ফাইনালে অতিরিক্ত সময়ে লাউতারোর গোলে ফের কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এটি তাদের রেকর্ড ১৬তম শিরোপা।

পুরস্কারকলম্বিয়াকে স্তব্ধ করে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনাকে ম্যাচ জেতানো গোল পাইয়ে দেন লাউতারো মার্তিনেজ। বদলি নেমে তিনি আসরে করেন নিজের পঞ্চম গোল। আর এতে এবার কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই ফরোয়ার্ড। আসর জুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজ হয়েছেন আসর সেরা। আর্জেন্টিনার টুর্নামেন্ট জেতায় বড় ভূমিকা রেখে এমিলিয়ানো মার্তিনেজ হয়েছেন এবারের আসরের সেরা গোলরক্ষক। সোমবার বাংলাদেশ সময় সকালে ফাইনালে অতিরিক্ত সময়ে লাউতারোর গোলে ফের কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এটি তাদের রেকর্ড ১৬তম শিরোপা।

টুর্নামেন্টে সর্বোচ্চ ছয়টি অ্যাসিষ্ট করেন রদ্রিগেজ। ২০১১ সালের পরিসংখ্যান রাখা শুরুর পর কোপার ইতিহাসে এটাই এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। ফাইনালে সাফল্য না পেলেও রদ্রিগেজকে সেরা খেলোয়াড় হিসেবে দেওয়া হয়েছে গোল্ডেন বল। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমিতে তুলেন এমিলিয়ানো। পুরো আসরে তিনি ছিলেন দারুণ। স্বাভাবিকভাবেই আসর সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভ পেয়েছেন তিনিই। এছাড়া টুর্নামেন্টে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে রানার্সআপ হওয়া কলম্বিয়া।

এমন আরো সংবাদ

Back to top button