দেশহাইলাইটস

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডির ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডির ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে আজ রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব ইমরুল কায়েস। গত ৮ জুলাই চার দিনের সফরে চীন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি।

সফরে প্রধানমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটিসহ ২০টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসব বিষয়ের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমন আরো সংবাদ

Back to top button