বাংলাদেশে লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি বেড়ে ২২৪
বাংলাদেশের চারটি কারখানা লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি (এলইইডি) বা সবুজ শিল্প ইউনিটের প্লাটিনাম রেটিং পেয়েছে। এতে বাংলাদেশে লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। এছাড়া বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাপী শীর্ষ ১০০-এর মধ্যে ৫৯টি লিড প্রত্যয়িত কারখানা রয়েছে । বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্লাটিনাম রেটিং পাওয়া নতুন কারখানাগুলো হলো অনন্ত জিনসওয়্যার লিমিটেড, বিগ বস করপোরেশন লিমিটেড, অ্যাপটেক ক্যাসউইয়ার লিমিটেড ও বেসিক শার্টস লিমিটেড। এর মধ্যে অনন্ত জিনসওয়্যার লিমিটেড ৯০ পয়েন্ট, বিগ বস করপোরেশন লিমিটেড ৮৮ পয়েন্ট, অ্যাপটেক ক্যাসউইয়ার ৮৬ পয়েন্ট এবং বেসিক শার্টস লিমিটেড ৯০ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে। এ চারটি কারখানাই গাজীপুরে অবস্থিত। বাংলাদেশে লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৮৮টি প্লাটিনাম ও ১২২টি গোল্ড মর্যাদা অর্জন করেছে। সিলভার রেটিং রয়েছে ১০টি ফ্যাক্টরির ও সার্টিফায়েড ফ্যাক্টরি রয়েছে ৪টি।