প্রযুক্তিহাইলাইটস

উইকিঅভিধানে বাংলা শব্দ যোগ করার প্রতিযোগিতা চলছে, পুরস্কারও মিলবে

উইকিঅভিধানে শব্দ যুক্ত করে পুরস্কার পাওয়া যাবেস্ক্রিনশট
উইকিঅভিধানে শব্দ যুক্ত করে পুরস্কার পাওয়া যাবেস্ক্রিনশট

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে মুক্ত অভিধান ‘উইকিঅভিধান’। অনলাইননির্ভর এই অভিধানে বাংলা ভাষার বিভিন্ন শব্দ যুক্ত করার জন্য শুরু হয়েছে ‘উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৪’। ১ জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ জুলাই পর্যন্ত। যেকোনো ব্যক্তি অনলাইনে নাম নিবন্ধন করে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

উইকিঅভিধানের তথ্যমতে, অভিধানে নতুন শব্দ ভুক্তি ও মানোন্নয়নের এ প্রতিযোগিতা চলাকালে কমপক্ষে ১০টি শব্দ যুক্ত করলেই ডিজিটাল সনদ পাবেন অংশগ্রহণকারীরা। আর সবচেয়ে বেশি শব্দ যোগ করা প্রথম তিনজন পাবেন যথাক্রমে ৪ হাজার, ৩ হাজার ও আড়াই হাজার টাকার গিফট ভাউচার। শব্দভুক্তির ক্ষেত্রে ব্যুৎপত্তি, উচ্চারণ ও অর্থ—তিনটি অংশ যুক্ত করতে হবে অংশগ্রহণকারীদের। প্রতিযোগিতায় যত খুশি তত শব্দ যুক্ত করা যাবে।

উইকিঅভিধান একটি মুক্ত অভিধান, যা সবাই সম্পাদনা করতে পারেন। বর্তমানে উইকিঅভিধানে বাংলা ভাষায় শব্দভুক্তির সংখ্যা ৮৫ হাজার ৮৪১। ১৭০টি ভাষায় ব্যবহার করা যায় উইকিঅভিধান। প্রতিযোগিতায় নিবন্ধন করাসহ বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়

এমন আরো সংবাদ

Back to top button