ঈদে নয়, ঈদের পরপর মুক্তি পাবে জংলি
ঈদুল আজহায় আসার ঘোষণা দিয়েছিল ‘জংলি’ টিম। ২৯ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে ছিল সে বার্তা। কিন্তু এবার ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নিল জংলি। কেন সরে গেল সিনেমাটি? এর পেছনে সময়স্বল্পতার কথা বললেন নির্মাতারা। সেই সঙ্গে তারা জানান, ভালো কাজ উপহার দিতেই দেরি করা।
সিনেমার পরিচালক এম রাহিম বলেন, ‘টানা শুট করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি।’ কিন্তু এত চেষ্টার পরও পিছিয়ে পড়তে হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ের কারণে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই।’ সে কারণেই মনমতো কাজ করা সম্ভব হয়নি। এ নিয়ে তিনি বলেন, ‘দর্শককে যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সে কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এ ঈদে এলে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনইথিক্যাল হবে।’
তবে আরেকটি ধারণা আছে। সিনেমা নিয়ে যারা আগ্রহ রাখেন তারা বলছেন, শাকিব খান অভিনীত ‘তুফান’-এর দাপটে ভয় পেয়ে সরে গেল জংলি! এ কথার বিপরীতে রাহিম অকপটে বলেন, ‘তুফান আর জংলি এক জনরার সিনেমা নয়। তুফান আসবে, এটা জেনেবুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম। আমাদের মিউচুয়াল রেসপেক্টটা আছে, ঘুরেফিরে তো একই টিম আমরা। ‘‘তুফান বনাম জংলি’’ কখনই আমরা সমর্থন করি না। বরং আমরা বিশ্বাস করি ‘‘তুফান ও জংলি’’তে। ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত। তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের বাজার বড় হবে।’
মূলত সিনেমার দলাদলি বা বক্স অফিস নিয়ে ভাবছেন না নির্মাতারা। অন্তত তাদের যুক্তি এমনই। তারা সিনেমাটির মান ভালো রাখার স্বার্থেই সরেছেন। তুফান নিয়েও তাদের মনোভাব ইতিবাচক। এ নিয়ে এম রাহিম বলেন, ‘আমরা সবাই এক্সাইটেড তুফান নিয়ে। তুফান দেখতে হলে যাব। আমার বিশ্বাস, শাকিব ভাই, রাফি ভাইরাও আমাদের সিনেমা দেখতে হলে আসবেন।’
’শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রাহিমের। প্রথম ছবি মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছিলেন তিনি। মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকেই বেছে নিয়েছিলেন। ঘোষণা দিয়ে না আসার কারণে দর্শকের উদ্দেশে পরিচালক নিজ থেকে দুঃখও প্রকাশ করলেন, ‘দর্শকের কাছে বিনীতভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে জংলির জন্য। ঈদে না আসায় অনেকেই কষ্ট পাবেন। সবচেয়ে বেশি কষ্ট তো লেগেছে আমাদেরই। এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, ঈদের পর পরই ভালো একটা ছবি নিয়ে হাজির হচ্ছি আমরা।’ জংলির মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।