রাজধানীতে হয়ে গেলে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী। মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবন অডিটরিয়ামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক, এডভোকেট জিয়াউর রহমান, সাবেক সচিব রেজাউল হাসান ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, খ্যাতিমান চিকিৎসক ডা. হালিদা হানম আক্তারসহ অন্যান্যরা।
বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. রেহেনা খাতুন। কারমাইকেল কলেজের উন্নয়ন এবং রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষের কল্যাণে নানামুখি পদক্ষেপ নেয়ার ঘোষণা অনুষ্ঠানে জানান বক্তারা। সাধারণ সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা।