দেশহাইলাইটস

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ছবি : ফোকাস বাংলা

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আজ বৃহস্পতিবার (৩০ মে) এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের পর তিনি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে সমবেত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সেখান থেকে দুপুরে কলাপাড়ার শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। এরপর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এমন আরো সংবাদ

Back to top button