এন্টারটেইনমেন্ট
হাসপাতালে ভর্তি শাহরুখ খান
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মঙ্গলবার (২১ মে) দলের খেলা দেখতে আহমেদাবাদে উপস্থিত ছিলেন। ছিলেন কিং খান। সেখানে অসুস্থ বোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। ৪৫ ডিগ্রি তাপমাত্রায় গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন কিং খান। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।