এন্টারটেইনমেন্ট

মা ভেবেছিলেন অস্কার স্বর্ণ দিয়ে তৈরি

ছবি: ইন্ডিয়া টুডে
ছবি: ইন্ডিয়া টুডে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক এআর রহমান। তিনি ভারতের সংগীত পরিচালক, গায়ক ও একই সঙ্গে সংগীত প্রযোজক। বর্ণাঢ্য সংগীতের ক্যারিয়ারে দুবার জিতেছেন অস্কার। সম্প্রতি অস্কার নিয়ে মায়ের সঙ্গে তার স্মৃতিগুলো নিয়ে কথা বলেছেন রহমান। তিনি জানিয়েছেন কীভাবে তার মা কারিমা বেগম অস্কার অ্যাওয়ার্ডটি কাপড়ে পেঁচিয়ে দুবাই নিয়ে গিয়েছিলেন। কারণ তিনি ভেবেছিলেন, অস্কার স্বর্ণ দিয়ে তৈরি।

ভারতীয় বিনোদনমাধ্যম ফিল্ম ক্যাম্পেনিয়নের সঙ্গে একটি সাক্ষাৎকারে এআর রহমান বলেন, ‘আমার আন্তর্জাতিক পুরস্কারগুলো দুবাইতে রাখা আছে। আমার মা ভেবেছিলেন, এগুলো স্বর্ণ দিয়ে তৈরি। তাই তিনি সেগুলো একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে রেখেছিলেন। যখন তিনি মারা যান, আমি এগুলো দুবাই ফেরদৌস স্টুডিওতে রেখে আসি। এগুলো এখন সেখানকার একটি সুন্দর শোকেসে রাখা আছে।’

কিছু পুরস্কার তার হাতে নেই। এ নিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো পুরস্কার আমার কাছে এসে পৌঁছেনি। কারণ অনেক পরিচালকই সেগুলো তাদের কাছে সুভেনিয়র হিসেবে রেখে দিয়েছেন।’ এছাড়া পুরস্কারের পাশাপাশি শিল্পীর মা ক্যারিয়ারের শুরু থেকে কীভাবে তাকে সমর্থন করেছেন বলেছেন সেসবও। রহমান বলেন, ‘যখন আমি আমার গানের স্টুডিও তৈরি করি, আমার কাছে এত টাকা ছিল না। সেখানে একটি এসি ছিল, সেলফ ও কার্পেট। বাদ্যযন্ত্রগুলো কেনার মতো টাকা ছিল না। আমার প্রথম রেকর্ডার কেনা হয়েছিল মায়ের গহনা বিক্রি করে। সে মুহূর্তটাই আমার জীবন বদলে দিয়েছিল।’

২০২০ সালে এআর রহমানের মা মারা যান। তবে দেখে গেছেন ছেলেকে ভারতের সবচেয়ে বড় সংগীত শিল্পীদের একজন হতে। সম্প্রতি ‘অমর সিং চমকিলা’ সিনেমায় এআর রহমানের গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামনে ‘থাগ লাইফ’ সিনেমারও সংগীত পরিচালনা করছেন তিনি।

সংবাদ উৎস
ইয়ন

এমন আরো সংবাদ

Back to top button