কলকাতার সিনেমায় অভিষেক হলো তারিনের
বাংলাদেশের নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভীষণ গুণী এ অভিনেত্রী নাটকেই অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন। বাংলাদেশে গত বছর তার অভিনীত প্রথম সিনেমা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ মুক্তি পায়। সিনেমাটিতে তারিন জাহানের অভিনয় বেশ প্রশংসিত হয়। আর এবার ওপার বাংলায় অর্থাৎ কলকাতায় প্রশংসায় ভাসছেন তারিন জাহান। কারণ ওপার বাংলায়ও গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘এটা আমাদের গল্প’। মানসী সিনহা পরিচালনা করেছেন সিনেমাটি।
মুক্তির আগে থেকেই এ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের আগ্রহ দেখা গেছে। বড় পর্দায় সিনেমাটি দেখতেও দর্শক আগমন আশাব্যঞ্জক। দর্শকের এ আগ্রহ আর ভালোবাসায় ভীষণ উচ্ছ্বসিত তারিন। তারিনকে শুভকামনা জানিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, ‘কলকাতার দর্শক তারিনের অভিনীত সিনেমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এটা সত্যিই আনন্দের বিষয়। কারণ আমি জানি দেশের বাইরে অন্য কোনো দেশের সিনেমায় অভিনয় করে সেখানকার দর্শকের ভালোবাসা পাওয়াটা কত কঠিন। তারিন নিঃসন্দেহে সিনেমাটিতে তার চরিত্রানুযায়ী ভালো অভিনয় করেছে, বিধায় দর্শক তাকে গ্রহণ করে নিয়েছে। তারিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা ১৯৭১ সেই সব দিন-সিনেমায় একসঙ্গেও অভিনয় করেছি। এ সিনেমাকে ঘিরেও আমাদের মধুর স্মৃতি আছে।’
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘তারিন তার প্রজন্মের সেরা অভিনেত্রী, তার পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার। যে কারণে কলকাতার সিনেমায়ও তারিন অভিনয় করে প্রশংসিত হয়েছে, এটা আমাদেরও ভালো লাগার।’