প্রবাস

গাজায় ক্ষুদার্ত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করল বাংলাদেশিরা

*845যুদ্ধ বিধ্বস্ত গাজার খান ইউনিসের আশ্রয় শিবিরের অনাহারে থাকা অসহায় ক্ষুদার্ত শিশুদের মাঝে খাদ্য বিতরন করলো বাংলাদেশের হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন।  আমেরিকা ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের চ্যারাটি সংস্থা আশ ফাউন্ডেশনের‌ সহযোগিতায় আজ দুপুরে ফিলিস্তিনের গাজাস্থ খানা ইউনিসের আল মায়াউশি’র বিভিন্ন ক্যাম্পে ১২৫০ জন অসহায় ক্ষুদার্ত শিশুর মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার।‌
কায়রোতে অবস্থানরত হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রজীবুল হক বলেন, মিশরে আমাদের সংক্ষিপ্ত সফরের নানামুখী কর্মসূচির মধ্যে গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরে খাদ্য বিতরণ করতে পেরে ভালো লাগছে। বাংলাদশি সাধারণ মানুষের অনুদানে শতশত শিশুর মুখে ক্ষনিকের জন্য হলেও হাসি ফুটাতে পেরেছি।
তিনি এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য আশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। গাজার প্রত্যন্ত এলাকায় কাজ করা চ্যারিটি সংস্থা আশ ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, এই খাবার কর্মসূচির পর হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের সাথে যৌথভাবে খুব শীগ্রই বাস্তবায়িত হবে, আশ ফাউন্ডেশন এর ৩ নং মসজিদ ও সোলার বিদ্যুৎ প্রকল্প (২)। উল্লেখ্য আশ ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে নিয়মিত মানবিক কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে অন্যান্য দেশী-বিদেশী কর্পোরেট ও চ্যারিটি সংস্থার গাজায় মানবিক প্রকল্প বাস্তবায়ন করছে।

এমন আরো সংবাদ

Back to top button