সুইডেনে আন্তর্জাতিক পুরস্কার পেলো রংপুরের কারুপণ্য
১৯৯১ সালে ‘কারুপণ্য রংপুর লিমিটেড’ বিশ্ববাজারে প্রবেশ করে। এরই ধারাবাহিকতায় রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি ভৌগলিক নির্দেশক (জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন বা জিআই) স্বীকৃতি পায় ২০২১ সালের জুন মাসে
রংপুরের অতি দরিদ্র নারীদের হাতে তৈরি হস্তশিল্প পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কারুপণ্য লিমিডেট আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে সুইডেনে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক সফিকুল আলম সেলিমকে সারা বিশ্বের হাজারো উদ্যোক্তার মাঝে সেরার স্বীকৃতি দেয়া হয়েছে। টেকসই বানিজ্য প্রসারের এই বিশেষ সন্মাননা পান তিনি। রংপুরে কারুপণ্যের কারখানাটিও বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব সবুজ কর্মস্থলের স্বীকৃতি পেয়েছে এ অনুষ্ঠানে।
কারুপণ্য ৩২ বছর ধরে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে । প্রসিদ্ধ শতরঞ্জীসহ তাদের উৎপাদিত হস্তশিল্প পণ্য ইউরোপসহ বিশ্বের বহুদেশে রপ্তানি হচ্ছে। বিক্রি করছে ইকিয়াসহ নামী দামি ব্র্যান্ডের বহু কোম্পানি।
কারুপণ্যের রপ্তানি আয় বছরে ৩০০ কোটি টাকারও বেশি। ২০২০-২০২১ সালে তারা শতরঞ্জি রপ্তানি করে দেশে এনেছেন ৩০ মিলিয়ন ডলার। তাদের ৫টি মূল কারখানায় সরাসরি কাজ করেন ৮ হাজারেরও বেশি কর্মী। এদের মধ্যে ৮৫ ভাগ নারী। বাড়িতে বসে কাজ করেন আরও ১২ হাজার কর্মী।
কারুপণ্যের উদ্যোক্তা সফিকুল আলম সেলিম ১০ বছর ধরে প্রতিবার জাতীয় রপ্তানি ট্রফিতে স্বর্ণ জিতে চলেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১ম পুরস্কার পেয়েছেন। ১০ বছর থেকে সিআইপি সম্মান পেয়ে আসছেন। একেবারে জিরো থেকে হিরো দেশের এই গর্বিত সন্তান।