দেশহাইলাইটস

দুদিনের সফর শেষে কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ছবি: (পিআইডি)
ছবি: (পিআইডি)

দুদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল বিকালে একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। কাতার আমিরের সফরে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে গত সোমবার বিকালে ঢাকায় পা রাখেন কাতারের আমির ও তার সফরসঙ্গীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। লালগালিচা সংবর্ধনা দেয়া হয় তাকে। বিমানবন্দরে আমিরের অবতরণের সময় ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর আমিরকে নেয়া হয় অস্থায়ী অভিবাদন মঞ্চে। রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে তাকে গার্ড অব অনার দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে কাতারের আমির ও তার সফরসঙ্গীদের নেয়া হয় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে।

গতকাল সফরের দ্বিতীয় দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান কাতারের আমির। কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে একান্ত বৈঠক করেন তারা। পরে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি এমওইউ সই হয়। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে রাজধানীর একটি সড়ক ও পার্ক কাতারের আমিরের নামে করা হয়। মিরপুরের কালশী এলাকায় নির্মিত পার্কটি শেখ তামিম বিন হামাদ আল থানি পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটি শেখ তামিম বিন হামাদ আল থানি এভিনিউ নামে পরিচিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগের আগে টাইগার গেটে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন কাতারের আমির। এরপর তিনি যান বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। বৈঠকের পর ফটোসেশনে অংশগ্রহণ করেন আমির। এরপর তিনি যোগ দেন মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন কাতারের আমির।

এমন আরো সংবাদ

Back to top button