অর্থনীতিহাইলাইটস

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে।

রয়টার্স ফাইল ফটো
রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। আজ সোমবার দেশের জুয়েলারি ব্যবসায়ীরা আরও এক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, যা আগে ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় তারা এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের ২০ জুলাই প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম ভরিতে এক লাখ টাকার ওপরে উঠেছিল।

এমন আরো সংবাদ

Back to top button