দেশহাইলাইটস

ঈদের ছুটি তিনদিনই থাকছে

মন্ত্রিসভায় অনুমোদন মেলেনি

ঈদের ছুটি তিনদিনই থাকছেসরকারের আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল ছুটির জন্য যে সুপারিশ করেছিল তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সরকারি অফিস-আদালত খোলা থাকবে। আর ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে তিনদিন—১০, ১১ ও ১২ এপ্রিল। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গতকাল এ কথা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘‌ক্যালেন্ডারে যেভাবে ছুটি করা আছে ওইভাবেই ছুটি থাকবে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকবে। সুপারিশের বিষয়ে বিস্তারিত আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। এখানে নাকচ করার কিছু নেই। যেমন ছিল তেমন থাকছে।’

সচিব বলেন, ‘‌এবার রমজানের আগের দুটি মাস ২৯ দিনের ছিল। সাধারণত পর পর তিনটি মাস ২৯ দিনের হয় না। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট পর্যালোচনা করেও এ বছর রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা দেখা গেছে।’

কারো বেশি প্রয়োজন হলে ঐচ্ছিক ছুটি থেকে কাটানোর সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‌আমাদের ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে। যারা ঐচ্ছিক ছুটির নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন, তারা তা পাবেন। এটা ছুটি বিধিতেই আছে। প্রতি বছর সরকার যে ক্যালেন্ডার করে সেখানে এটা লেখা আছে।’ সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এবার ঈদের ছুটি আছে ১০ এপ্রিল বুধবার থেকে ১২ এপ্রিল শুক্রবার পর্যন্ত। এরপর ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। ঈদের ছুটির আগেও ৭ এপ্রিল রোববার শবেকদরের ছুটি। মাঝখানে ৮ ও ৯ এপ্রিলের মধ্যে একদিন ছুটিতে চলে গেলে অবশিষ্ট ৮ এপ্রিল একদিনের ছুটি নিয়ে ১০ দিনের লম্বা ছুটি বানাতে পারতেন সরকারি চাকরিজীবীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরো একদিন বাড়ানোর সুপারিশ করেছিল আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ছুটি না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বণিক বার্তাকে বলেন, ‘৯ এপ্রিল সরকারি ছুটি থাকছে না। আমরা আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে যে প্রস্তাব করেছিলাম তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়নি। একটানা এতদিন অফিস বন্ধ থাকলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, জাতীয় ও আন্তর্জাতিক অনেক ব্যাপারও থাকে। আর অপশনাল কেউ যদি একদিন ছুটি নিতে চান তিনি দরখাস্ত করে নিতে পারবেন।’

এমন আরো সংবাদ

Back to top button