প্রবাস

চট্টগ্রামের মেহমানখানা এখন ফিলিস্তিনিদের খান ইউনুসে

আফছার হোসাইনফিলিস্তিনের দক্ষিণ গাজা ভূখণ্ডের শহর খান ইউনুস এবং মিশর- ফিলিস্তিন সীমান্ত এলাকা রাফায় ৫টি ক্যাম্পে আমেরিকান ভিত্তিক বাংলাদেশী চ্যারাটি সংস্থা ‘আশ ফাউন্ডেশন’ ফিলিস্তিনের একটি স্থানীয় সংস্থার ব্যবস্থাপনায় প্রতিদিন ১০০০ মানুষের জন্য ইফতারের খাবার পরিবেশন করছে।
আশ ফাউন্ডেশন এর অংগ সংগঠন বাংলাদেশ সরকার নিবন্ধিত এনজিও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে বছরব্যাপী পরিচালিত এই মেহমানখানা ইতো পূর্বে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় বাস্তবায়নের পর তুরস্ক, মরক্কো ও মিশরে চালু করা হয়েছিল। এখন ফিলিস্তিনের গাজার খান ইউনুস ও সীমান্ত এলাকা রাফায় চালু করা হয়েছে।
আশ ফাউন্ডেশন এর ব্যাবস্থনা পরিচালক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান,
মিশরের কায়রোর পর আমাদের মেহমানখানা এখন খান ইউনুস ও রাফায় চালু করলাম। রমজানের বাকী দিন সমূহে ফান্ড থাকা সাপেক্ষে এ মেহমানখানা একেবারে  ঈদের পূর্ব পর্যন্ত চলবে।
একইসাথে আশা ফাউন্ডেশনের উদ্যোগে গাজার নির্যাতিত শিশুদের জন্য  ইয়াতীমখানা স্থাপন এই মুহূর্তে আইনগত অনুমতির অপেক্ষায় আছে। অনুমতি মিললেই সাথে সাথে মিশরের রাজধানী কায়রোর শুরুক সিটিতে আশ ফাউন্ডেশনের ইয়াতীমখানা শুরু হয়ে যাবে।

এমন আরো সংবাদ

Back to top button